ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান, আটক ৭ জন

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ২৬ জুলাই ২০২৫   আপডেট: ১০:০৭, ২৬ জুলাই ২০২৫
মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান, আটক ৭ জন

মালদ্বীপের রাজধানী মালেতে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে গতকাল সন্ধ্যায় টাস্ক ফোর্সের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৭ জন অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের বৈধ কাগজপত্র ছিল না।

সাম্প্রতিক সময়ে মালদ্বীপ সরকার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে টানা অভিযান চলছে। অভিযানের সময় অনেক অভিবাসী আতঙ্কে বিভিন্ন স্থানে পালিয়ে যান।

আরো পড়ুন:

এদিকে প্রবাসীদের একাংশ অভিযোগ করছেন, কাগজপত্র থাকা সত্ত্বেও অনেককে হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের বক্তব্য, “আমরা অনেক টাকা খরচ করে বৈধ কাগজপত্র তৈরি করেছি। কিন্তু তারপরও শুধু কর্মস্থল পরিবর্তনের অজুহাতে আমাদের আটক করা হচ্ছে।”

তারা আরো বলেন, “সরকার যদি নির্দিষ্ট এজেন্সির নামের বাইরে অন্য স্থানে কাজ করতে না দেয়, তাহলে সেই এজেন্সিগুলোকে ভিসার সুযোগ দেওয়া হয় কেনো?”

প্রবাসীদের দাবি, বাংলাদেশ সরকারের উচিত মালদ্বীপের সঙ্গে একটি দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি করা- যাতে বৈধ কাগজপত্র থাকলেই অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত হয়, তারা কোথায় কাজ করছেন সেটি ভিত্তি করে নয়।

অভিবাসীদের পক্ষ থেকে মানবিক আচরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র নবায়নের পর্যাপ্ত সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, সবার জন্য একটি নিরাপদ ও মর্যাদাসম্পন্ন জীবনের নিশ্চয়তা প্রদান করা এখন সময়ের দাবি।

ঢাকা/হাসান/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়