ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

সিলেটে এক বাড়ির ১৩ জনসহ আরও ১৮ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৩, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিলেটে এক বাড়ির ১৩ জনসহ আরও ১৮ জন করোনায় আক্রান্ত

সিলেটে একই বাড়ির ১৩ জনসহ আরও ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩৪ জনে।

শনিবার (১৬ মে) রাতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার  ওসমানী  মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের ফল পজিটিভ আসে।

নতুন শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। এদের মধ্যে জেলার গোলাপগঞ্জ উপজেলার টিকরবাড়ি গ্রামের একই বাড়ির নারী-পুরুষ ও শিশুসহ ১৩ জন রয়েছে।

গত ৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। সুস্থ হয়েছেন ১৩ জন। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৬ জন।

 

সিলেট/নোমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়