ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাঙামাটিতে প্রসূতিকে বাঁচালেন সেনাসদস্যরা

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাঙামাটিতে প্রসূতিকে বাঁচালেন সেনাসদস্যরা

প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা এক প্রসূতির প্রাণ বাঁচিয়েছে রাঙামাটি সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (১ মে) রাঙামাটি শহরে এ ঘটনা ঘটে।

প্রসূতি নারী রঙামাটি সদর উপজেলারবন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া গ্রামের বাসিন্দা ম্যারাডোনা চাকমার স্ত্রী।

ম্যারাডোনা চাকমা জানান, প্রসব যন্ত্রনায় কাতর স্ত্রীকে নিয়ে তিনি শহরের শিল্পকলা ঘাটের পাশে নৌকায় বসে ছিলেন। হাসপাতালে নেওয়ার গাড়ি পাচ্ছিলেন না। সে সময় সেনাবাহিনীর একটি টহল দল ঐ পথ দিয়ে যাচ্ছিল। তারা তার স্ত্রীকে হাসপাতালে পৌঁছে দেন।

সেনাবাহিনীর টহল কমান্ডার ক্যাপ্টেন রেজাউল করিম জানান, ম্যারাডোনা চাকমা তার স্ত্রীকে নিয়ে ঘাটে নৌকায় বসে ছিলেন। গাড়ি পাচ্ছিলেন না। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক তার নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনা সদস্য ও পুলিশ সদস্যরা ওই প্রসূতি নারীকে নিজেদের টহল গাড়িতে করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে দ্রুত গাইনি ওয়ার্ডে ভর্তি করিয়ে দেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের ডা. শওকত আকবর জানান, ওই প্রসূতি হাসপাতালে আসার পর একটি মৃত বাচ্চা প্রসব করেন। বর্তমানে তিনি ভালো আছেন।


বিজয় ধর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়