Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৯ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২৫ ১৪২৮ ||  ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

মানিকগঞ্জে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩২, ১৯ নভেম্বর ২০২০  
মানিকগঞ্জে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা

মানিকগঞ্জে নতুন করে ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৬০৯ জন। 

বুধবার (১৮ নভেম্বর)  রাত সাড়ে ৯ টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি জানান, ১৭ নভেম্বর করোনা ভাইরাস পরীক্ষার জন্য ২৪ জন ব্যক্তির  নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় প্রাপ্ত ফলাফলে তাদের মধ্যে থেকে ৪ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত ৪ জনের বাড়িই সদর উপজেলায়। 

বুধবার রাত ১০ টার দিকে সিভিল  সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৬০৯ জন রোগীর মধ্যে ১ হাজার ৫৫৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জনের নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত জেলায় ২১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

তিনি আরো বলেন, শীতকালে করোনা ভাইরাসের সক্ষমতা বেড়ে যাওয়ায় আক্রান্ত হওয়ায় প্রবণতা বেড়ে যায়। সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।

চন্দন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়