ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

চট্টগ্রাম নগর ছাত্রদলের কমিটি ঘোষণা, কার্যালয়ে আগুন দিলো বিক্ষুব্ধরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৪, ১ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৭:০৩, ১ ডিসেম্বর ২০২০
চট্টগ্রাম নগর ছাত্রদলের কমিটি ঘোষণা, কার্যালয়ে আগুন দিলো বিক্ষুব্ধরা

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে তীব্র ক্ষোভ-অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এই ক্ষোভের জেরে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের নীচ তলা বিএনপির অফিসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।

আজ সোমবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে অপরিচিত কিছু যুবক নাসিমন ভবনের সকল ব্যানার পোস্টার ছিঁড়ে চেয়ার টেবিলে জড়ো করে বিএনপি অফিসের নীচ তলায় আগুন দেয়। পরে আশে-পাশের লোকজন এবং নাসিমন ভবনের বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।

এর আগে রাতে অছাত্র এবং বিবাহিত বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের (আংশিক কমিটি) বহাল রেখে (সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জন) ২৭২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রিয় ছাত্রদল।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ চট্টগ্রাম মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই পদবঞ্চিত এবং অবমূল্যায়িত ছাত্রদল নেতাকর্মীরা দলীয় কার্যালয় নাসিমন ভবনে অগ্নিসংযোগ করে।

এদিকে বিএনপি অফিসে আগুন দেয়ার বিষয়ে নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পরই কে বা কারা নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। অফিসের বারান্দায় থাকা চেয়ার টেবিল পুড়ে গেছে।

রেজাউল/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়