ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

কুষ্টিয়া মোকামে চালের দাম ২-৩ টাকা কমেছে

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ১১ জানুয়ারি ২০২১  
কুষ্টিয়া মোকামে চালের দাম ২-৩ টাকা কমেছে

অস্থিতিশীল চালের বাজার নিয়ন্ত্রণে সরকার বিদেশ থেকে চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়ায় কুষ্টিয়ার মোকামে চালের দাম কমেছে। এরই মধ্যে সোমবার (১১ জানুয়ারি) সব রকম চালে কেজিপ্রতি কমেছে ২-৩ টাকা করে। মিলাররা বলছে, আমদানিকৃত চাল বাজারে আসলে আরও দাম কমতে পারে। 

গত কয়েক সপ্তাহ ধরে কুষ্টিয়ার বাজারে লাগামহীনভাবে বেড়ে যায় সব রকম চালের দাম। বিশেষ করে দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে সব রকম চাল কেজিপ্রতি বেড়ে যায় ৫-৬ টাকা। অস্থিতিশীল এই চালের বাজার নিয়ন্ত্রণে সরকার এরই মধ্যে বিদেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয়। 

কুষ্টিয়া খাজানগরে বর্তমানে সরু চাল (মিনিকেট) ৫৭ টাকা কেজি, আঠাশ চাল ৪৭ টাকা কেজি এবং মোটা চাল ৪০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। যা কয়েকদিন আগেও বিক্রি হয়েছে সরু চাল (মিনিকেট) ৬০ টাকা কেজি, আঠাশ চাল ৫০-৫২ টাকা, মোটা চাল ৪৪ টাকা।

কমতে শুরু করেছে খুচরা বাজারের সব ধরনের চালের দাম। খুচরা বাজারে বর্তমানে সরু চাউল (মিনিকেট) ৫৮ টাকা কেজি, আঠাশ চাউল ৪৮ টাকা কেজি এবং মোটা চাউল ৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খাজানগরের দেশ এগ্রো লিমিটেডের স্বত্ত্বাধিকারী এম এ খালেক বলেন, ‘বিদেশ থেকে চাল আমদানি করা হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। আমাদের বেশি দামে ধান কেনা রয়েছে। এদিকে চালের বাজার পড়ে যাচ্ছে। প্রায় প্রতিটি চালের দাম কয়েকদিনে ২-৩ টাকা কেজিপ্রতি কমেছে।’ 

বাংলাদেশ অটোরাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম বলেন, বিদেশ থেকে চাল আমদানিতে ক্ষতিগ্রস্ত হবে মিলার ও কৃষকরা। তাই মাত্রাতিরিক্ত চাল আমদানি না করার পরামর্শ দেন তিনি।

জেলা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। অসদুপায়ে কেউ যদি বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

কাঞ্চন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়