ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

৮ ভূমিহীন পরিবারকে জমি দিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ১ মার্চ ২০২১  
৮ ভূমিহীন পরিবারকে জমি দিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা

পঞ্চগড়ে আটটি ভূমিহীন পরিবারকে জমি দান করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হাসনাত মো. সাইফুর রহমান ও তার স্ত্রী পারুল বেগম।

সোমবার (১ মার্চ) বিকেলে জমি রেজিস্ট্রি সংক্রান্ত সব প্রক্রিয়া শেষে আট পরিবারকে দুই শতক করে মোট ১৬ শতক জমি বুঝিয়ে দেন ওই দম্পতি। প্রতিটি পরিবারকে দুটি বসতঘর ও রান্না ঘর তৈরি করে দেওয়া হবে। টিউবওয়েল স্থাপন ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তারা।

হাসনাত মো. সাইফুর রহমান ও স্ত্রী পারুল বেগম জানান, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ বাস্তবায়ন করতেই ওই পরিবারগুলোকে জমি ও ঘর দেওয়া হচ্ছে।

আবুল হাসনাত মো. সাইফুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে, দেশের একটি মানুষও ভূমিহীন বা গৃহহীন থাকবে না। তার এই মহান ব্রতকে সামনে রেখেই সহধর্মীনি পারুল বেগমের সহায়তায় ধাক্কামারা ইউনিয়নের আরাজী শিকারপুর এলাকায় আটটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুর্যোগসহনীয় সেমি পাকা ঘর ও ২ শতাংশ করে জমি দিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন—জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল খান ও কামরুজ্জামান খান রয়েল, যুগ্ম সম্পাদক রাসেদুজ্জামান খান মিঠুন, প্রচার সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।

নাঈম/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়