ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাইস মিলের জলন্ত ছাইয়ে পড়ে দগ্ধ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ২১ মার্চ ২০২১   আপডেট: ১০:৫৯, ২১ মার্চ ২০২১
রাইস মিলের জলন্ত ছাইয়ে পড়ে দগ্ধ শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অটো রাইস মিলের ফেলে রাখা জলন্ত ছাইয়ে দগ্ধ আরাফাত হোসেন (১১) মারা গেছে।

রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে।

নিহত আরাফাত উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের আয়েন আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামে নানা আয়েন আলী মণ্ডলের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহতের চাচা আসাদুজ্জামান জানান, সরকার অটোরাইচ মিলের জলন্ত ছাই রাস্তার পাশে যত্রতত্র ফেলে রাখে। এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। এমতাবস্থায় গত ১৫ মার্চ আরাফাত নানার বাড়িতে বেড়াতে যায়। এরপর শিশুদের সঙ্গে খেলতে খেলতে জলন্ত ছাইয়ে পড়ে যায় সে।

পরে আহত আরাফাতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতহালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে সে আরাফাত মারা যায়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, রাইস মিলের জলন্ত ছাইয়ে পড়ে দগ্ধ হয়ে মৃত্যুর বিষয়টি এখনো কেউ থানায় জানায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মিলন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়