ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

নেত্রকোনায় কেন্দ্রীয় কৃষক লীগ নেতাদের ধান কাটার উৎসব 

নেত্রকোনা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২ মে ২০২১  
নেত্রকোনায় কেন্দ্রীয় কৃষক লীগ নেতাদের ধান কাটার উৎসব 

নেত্রকোনার বারহাট্টা উপজেলার কলাভাঙ্গা বিলে (শনির হাওর) এক কৃষকের ১২০ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন কৃষক লীগের নেতাকর্মীরা।  

রোববার (২ মে) দুপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির উপস্থিতিতে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেন। 

তারা হাওর পাড়ের কৃষক মোহাম্মদ রুহুল আমিন নুরুলের ১২০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন। এ সময় কৃষক লীগের নেতাদের ধন্যবাদ জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যে কৃষকের পাশে থেকে ধান কেটে গোলায় তুলে দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে বাংলাদেশ কৃষক লীগ প্রকৃতপক্ষে কৃষকদের সংগঠন। 

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ধান কাটাসহ যেকোনো সমস্যায় সহযোগিতার জন্য কৃষক লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে কৃষকদের অনুরোধ করেন। তিনি বলেন,  আপনাদের বিপদে-আপদে কৃষক লীগ পাশে থাকবে।  

কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি বলেন, বাংলাদেশ কৃষক লীগের নেতাকর্মীরা পুরো বোরো মৌসুমজুড়ে কৃষকের ধান কেটে গোলায় তুলে দেবে। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্জ আকবর আলী চৌধুরী, কৃষিবিদ ড. নজরুল ইসলাম চৌধুরী, আলহাজ্জ মাকসুদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, শামীমা শাহরিয়ার এমপি, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, বারহাট্টা উপজেলা কৃষক লীগের সভাপতি টুকুর জোয়ার্দারসহ নেত্রকোনা জেলা ও বারহাট্টা উপজেলা কৃষক লীগের স্থানীয় নেতারা।
 

দেবল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়