ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কক্সবাজারে পাহাড় ধসে ২ রোহিঙ্গার মৃত‌্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৫ জুন ২০২১  
কক্সবাজারে পাহাড় ধসে ২ রোহিঙ্গার মৃত‌্যু

রোহিঙ্গা শরণার্থী শিবির (ফাইল ফটো)

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে শরণার্থী শিবিরে ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জুন) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা রোহিঙ্গা শিবির এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমারকূল রোহিঙ্গা শিবিরে এ দুর্ঘটনা ঘটে।

অতিরিক্ত শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন এসব তথ‌্য জানিয়েছেন। তবে, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

সামছু-দৌজা নয়ন জানান, শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উখিয়া ও টেকনাফে ভারী বর্ষণ হয়েছে। এতে পাহাড় ধসে টেকনাফের ২১ নম্বর চাকমারকূল শরণার্থী শিবিরে এক নারী এবং উখিয়ার ময়নারঘোনা শরণার্থী শিবিরে এক পুরুষের মৃত্যু হয়েছে।
 

রুবেল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়