ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৫ জুন ২০২১   আপডেট: ১৩:০৮, ২৫ জুন ২০২১
সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু 

সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও  ৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদের মধ্যে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে একজন করোনাসহ ৮ জন ও বেসরকারি হাসপাতালে একজন মারা গেছে।

শুক্রবার (২৫ জুন) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা সিভিল সার্জস অফিসের মেডিক‌্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ৩০৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।  শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ।

ডা. হুসাইন সাফায়াত জানান, বর্তমানে মেডিক‌্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৩৯১ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪১ জন পজেটিভ রোগী ও অন‌্যরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮৭০ জন। জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৫ জন।

শাহীন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়