ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিকা তৈরির কারখানা স্থাপন হবে গোপালগঞ্জে : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৬ জুন ২০২১   আপডেট: ১৮:২১, ২৬ জুন ২০২১
টিকা তৈরির কারখানা স্থাপন হবে গোপালগঞ্জে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দেশীয় টিকা তৈরির কারখানা গোপালগঞ্জে সরকারি ওষুধ কারখানার পাশে স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সরকার দেশে টিকা তৈরির বিষয়ে আন্তরিক। প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে কয়েকটি সভাও হয়েছে।

শনিবার (২৬ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ সব কথা বলেন। 

আরো পড়ুন:

জাহিদ মালেক বলেন, ‘বিশ্বস্বাস্থ্য সংস্থার মাধ্যমে আমরা গতকালই (শুক্রবার) কোভেক্স থেকে মর্ডানার ২৫ লাখ টিকা পেয়েছি। এই টিকাগুলো দেওয়ার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। আশা করছি, আগামী আট থেকে ১০ দিনের মধ্যে চীনের টিকাও দেশে পৌঁছে যাবে।’ 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকাগুলো চলে আসলে টিকা কার্যক্রম আবারও ভালো মতো শুরু করতে পারবো এবং করোনা নিয়ন্ত্রণে অনেকটাই সফল হবো।’ 

জাহিদ মালেক বলেন, ‘দেশের করোনা পরিস্থিতির সার্বিক তথ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হয়েছে। তিনি শাট ডাউনের নির্দেশনা দিয়েছেন। যেটা সোমবার (২৮ জুন) থেকে আগামী সাত দিন কার্যকর হবে। এই সাত দিন পরে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তারপর আবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’ 

করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় আগামী সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে সাতদিনের কঠোর লকডাউন শুরু হবে। এই লকডাউন কার্যকরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা মাঠে থাকবে। 

চন্দন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়