ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নরসিংদীতে আরও ১৪১ জনের করোনা শনাক্ত

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ১৬ জুলাই ২০২১   আপডেট: ১৫:২৩, ১৬ জুলাই ২০২১
নরসিংদীতে আরও ১৪১ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৮৬ জনে।

শুক্রবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, ৫৬০ জনের নমুনা পরীক্ষায় ১৪১ জনের করোনা শনাক্ত হয়।  

আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৬৭ জন, রায়পুরাতে ৯ জন, বেলাবতে ৩ জন, মনোহরদীতে ৬ জন, শিবপুরে ১১ জন ও পলাশে ৪৪ জন।  শনাক্তের হার ২৫ দশমিক ১৭ শতাংশ।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৩ হাজার ১৬১ জন, শিবপুরে ৪৭১ জন, পলাশে ৮৫৮ জন, মনোহরদীতে ২৭৪ জন, বেলাবোতে ২৩৯ জন ও রায়পুরা উপজেলাতে ২৮৩ জন।

নরসিংদী জেলায় এ পর্যন্ত ৩২ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৭২৬ জন।  এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৪৮ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৫৭৮ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৫ জন।  এর মধ্যে নরসিংদী সদরে ৩৩ জন, পলাশের ৬ জন, বেলাব ৭ জন, রায়পুরা ৮ জন, মনোহরদী ৪ জন ও শিবপুরে ৭ জন।

এইচ মাহমুদ/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়