ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

রংপুরে করোনার টিকা নিলেন ২২৪ চীনা নাগরিক

রংপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ২৯ জুলাই ২০২১  
রংপুরে করোনার টিকা নিলেন ২২৪ চীনা নাগরিক

রংপুরে ২২৪ জন চীনা নাগরিক করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণ করেছেন। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) রংপুর সিভিল সার্জন কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত তারা দুটি বুথে টিকা গ্রহণ করেন।

জানাগেছে, এসব চীনা নাগরিক নীলফামারীর উত্তরা ইপিজেড ও দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মরত রয়েছেন। তাদের চীনের তৈরি সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ২৫ হাজারের বেশি মানুষ টিকা গ্রহণ করেছেন। প্রতিদিনই টিকা গ্রহণে মানুষের আগ্রহ বাড়ছে। 

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগের আট জেলায় প্রথম ডোজের ২৪ হাজার ৫২৪ জন এবং দ্বিতীয় ডোজের ৫৯৬ জনকে টিকা দেওয়া হয়েছে। 

চীনা নাগরিকদের টিকা দেওয়া প্রসঙ্গে রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, ‘এই ২২৪ জন রংপুরের ঠিকানায় টিকার জন্য নিবন্ধন করেছেন। দুটি বুথের মাধ্যমে তাদের টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার পর প্রত্যেককে ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়। তবে কারও কোনো শারীরিক সমস্যা দেখা যায়নি।

আমিরুল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়