ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ফের বেড়েছে মৃত্যুর সংখ্যা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১ আগস্ট ২০২১   আপডেট: ১২:৫৪, ১ আগস্ট ২০২১
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ফের বেড়েছে মৃত্যুর সংখ্যা 

খুলনা বিভাগে এক দিনের ব্যবধানে ফের বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা।

শনিবার বেলা ১২টা থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত বিভাগে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন ৮৮০জন।

রোববার (১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার ফেরদৌসী আক্তার।

এর আগে শনিবার বিভাগে এ যাবৎকালের সর্বনিম্ন ১৯ জনের মৃত্যু হয়। এসময় আক্রান্ত হয়েছে ১৪৬ জন। এছাড়া ৩০ জুলাই খুলনা বিভাগে ৩৪জন, ২৯ জুলাই ৪১জন, ২৮ জুলাই ৩১জন এবং ২৭ ও ২৬ জুলাই ৪৬জন করে মৃত্যুর ঘটনা ঘটে।

এনিয়ে, খুলনা বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪২৮ জন।   আর মোট আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৮১২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, মৃত্যু ও আক্রান্তের মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া জেলা এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা। ২৪ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়ায় মারা গেছেন সর্বোচ্চ ১৬ জন, আক্রান্ত হয়েছেন ১৮১ জন। এ সময় যশোর জেলায় মারা গেছেন ৭ জন, আক্রান্ত হয়েছেন ৮৬ জন। এছাড়া খুলনায় মৃত্যু ৫ জন, আক্রান্ত ১৮৯ জন, বাগেরহাটে মারা গেছেন ৩ জন, আক্রান্ত হয়েছেন ৮৯ জন। ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় কেউ মারা যায়নি, আক্রান্ত ৮২ জন, নড়াইলে মৃত্যু ২, আক্রান্ত ৩৮ জন, মাগুরায় কেউ মারা যায়নি, আক্রান্ত ৪৪ জন, ঝিনাইদহে মৃত্যু ৫ জন, আক্রান্ত ৮৫ জন, চুয়াডাঙ্গায় মৃত্যু ২ জন, আক্রান্ত ৫২ জন এবং মেহেরপুরে কেউ মারা যায়নি, আক্রান্ত হয়েছেন ৫৪ জন।
 

খুলনা/নূরুজ্জামান/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়