ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

বঙ্গোপসাগর থেকে ভারতীয় ট্রলারসহ ১৩ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৪:০৫, ৩ সেপ্টেম্বর ২০২১
বঙ্গোপসাগর থেকে ভারতীয় ট্রলারসহ ১৩ জেলে আটক

অবৈধ অনুপ্রবেশ করে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় মাছ শিকারের সময় একটি মাছধরা ট্রলারসহ ভারতীয় ১৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে তাদেরকে আটক করে মোংলা কোস্ট গার্ড।

শুক্রবার (৩ সেপ্টেম্বর)  দুপুরে মোংলায় আনার পর তাদেরকে থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন অফিসার লে. এম মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এখনও আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড।

অপারেশন অফিসার জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে একটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখতে পায় সমুদ্রে টহলরত কোস্ট গার্ড সদস্যরা। এসময় কোস্টগার্ড সদস্যরা টহলরত জাহাজ নিয়ে সেখান থেকে ভারতীয় ওই মাছধরা ট্রলারটিকে আটক করে। ট্রলারটিতে ১৩ জন ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের কলকাতায়। ট্রলারসহ ওই ১৩ ভারতীয় জেলেকে মোংলায় আনার পর আজ দুপুরে তাদেরকে থানা পুলিশে হস্তান্তর করা হবে।

উল্লেখ‌্য, এর আগে গত ৮ আগস্ট ওই একই এলাকা থেকে ১৩ ভারতীয় জেলেসহ একটি ট্রলার আটক করেছিল কোস্টগার্ড।

টুটুল/মাকসুদ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়