ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হাফ ভাড়ার দাবিতে টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:৫১, ৪ ডিসেম্বর ২০২১
হাফ ভাড়ার দাবিতে টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 

সারাদেশের সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (৪ ডিসেম্বর)  সকাল সাড়ে ১০টায় কলেজ গেইট এলাকায় সফিউদ্দিন সরকার একাডেমি অ‌্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে সড়ক অবরোধ করে। এসময় ওই সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে বেলা ১১টার পরপরই সেখান থেকে সরিয়ে দেয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীরা জানান, ঢাকায় হাফ ভাড়া নেওয়া হচ্ছে, অথচ ঢাকার পাশেই গাজীপুরে হাফ ভাড়া দিতে চাইলে ছাত্রদের সঙ্গে গাড়ি চালক ও হেলপারের ধস্তাধস্তি হচ্ছে। এমতাবস্থায় দ্রুত গাজীপুরসহ সারাদেশে হাফ ভাড়া কার্যকর করতে হবে। না হলে আন্দোলন আরও বাড়বে।

ওসি মো. শাহ আলম জানান, শিক্ষার্থীরা সারাদেশে গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি, বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে সমাধান করা হবে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়েছে। তবে শিক্ষার্থীরা মহাসড়কের পাশেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

রেজাউল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়