ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : চোখ হারালো শিশু নাহিম

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ১৬ জানুয়ারি ২০২২   আপডেট: ২০:০৪, ১৬ জানুয়ারি ২০২২
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : চোখ হারালো শিশু নাহিম

আহত শিশু নাহিম

বেলুন ফুলানো দেখতে যাওয়া কাল হলো শিশু নাহিমের। কুমিল্লার নাঙ্গলকোটে বেলুনে গ্যাস ভরতে গিয়ে বিস্ফোরণে এক চোখ হারালো ১২ বছরের এই শিশু। রোববার (১৬ জানুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন নাহিমের মামা মোবারক হোসেন মাসুদ।

নাহিম লাঙ্গলকোট উপজেলার বিরুলী গ্রামের বাসিন্দা আবদুল হালিমের ছেলে। সে স্থানীয় তুলাতলি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নাহিম বর্তমানে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে বিরুলী গ্রামে ওই বিস্ফোরণ ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয় ৪১ জন। যাদের বেশিরভাই শিশু।

শনিবার (১৫ জানুয়ারি) রাতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, বিস্ফোরণের সময় নাহিমের ডান চোখে দুটি পাথরের টুকরো ঢোকে। এতে নাহিমের ডান চোখটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। শুক্রবার বিকেলে অস্ত্রপচার করে অকেজো চোখটি তুলে ফেলা হয়েছে। বর্তমানে সে শঙ্কামুক্ত।

শিশুটির মামা মোবারক হোসেন মাসুদ বলেন, নাহিমের চোখটি আর কখনও প্রতিস্থাপন করা যাবে না। একমাত্র ছেলেকে নিয়ে তার মা-বাবার অনেক আশা ছিল। নাহিমের মা নাজমা বেগম বলেন, ‘আমার ছেলেটার ভবিষ্যত নষ্ট হয়ে গেলো।’ 

প্রতিবছর মাঘ মাসের ১ তারিখে একদিনের জন্য 'ঠাণ্ডকালী' মেলা অনুষ্ঠিত হয়। বিরুলী গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আনোয়ার হোসেন ওই মেলায় গ্যাস বেলুনের ব্যবসা করেন। 
পাইকারি ক্রেতাদের জোগান দিতে গত বৃহস্পতিবার বিকেলে আনোয়ার নিজ বাড়িতে সিলিন্ডার থেকে বেলুনে হাইড্রোজেন গ্যাস ভরছিলেন। হঠাৎ বিস্ফোরণে ঘটে। এতে পাশে ভিড় জমানো অন্তত ৪১ আহত হয়।  

শরীফ/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়