ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

যানজটের আশঙ্কায় আগে ফিরছে মানুষ, তবুও ভোগান্তি 

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ২৬ এপ্রিল ২০২২   আপডেট: ১৯:৪৬, ২৬ এপ্রিল ২০২২
যানজটের আশঙ্কায় আগে ফিরছে মানুষ, তবুও ভোগান্তি 

ঈদের ছুটিতে মহাসড়কে চাপ বাড়বে। যানজট আর ভোগান্তির কথা চিন্তা করে অনেকে আগেভাগে বাড়ি ফিরছেন। এতে মানুষের চাপ বেড়েছে দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ঘাটে।

ঈদের সরকারি ছুটি শুরু হতে এখনও দুই দিন বাকি। আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হবে আসন্ন ঈদুল ফিতরের ছুটি। কিন্তু আজ ২৬ এপ্রিল দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকা ঘুরে দেখা যায়, আগেভাগে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের মানুষ বাড়ি ফিরছে। 

ঈদের ছুটি শুরুর আগে এসেও ভোগান্তি পিছু ছাড়েনি সাধারণ মানুষের। তীব্র গরমে যানজটে পড়ে ভোাগন্তি পোহাতে হচ্ছে তাদের। 

ঢাকায় পড়ালেখা করেন অনন্যা মেহেজাবিন। তিনি বলেন, ‘সরকারি ছুটি শুরু হবে দুই দিন পর। কিন্তু যানজটের কথা চিন্তা করে আগেই গ্রামে ফিরছি। দুই দিন আগে ফিরতেও যে এরকম যানজটে পড়তে হবে, তা বুঝতে পারিনি। পরিবহনে এসেও যানজটের কারণে লঞ্চে পার হয়ে আসলাম।’ 

মহসিন হিমেল নামে এক ব্যক্তি বলেন, ‘আমি ঢাকায় ব্যবসা করি। নতুন বিয়ে করেছি। ঈদের আগেই বাড়িতে ফিরছি নতুন বউকে নিয়ে। ঈদের ছুটিতে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও ঘাটে ভোগান্তির কথা চিন্তা করে আগে ফিরছি। তবুও ঘাটে এসে দুর্ভোগে পড়তে হয়েছে।’

ফেরি থেকে নামার পর দৌলতদিয়া ঘাটের বাংলাদেশ হ্যাচারি নামক স্থানে যানজটে বাসে গৃহিণী বৃষ্টি সুলতানা বলেন, ‘আমার স্বামী ব্যাংক কর্মকর্তা। আরও দুইদিন পরে ছুটি হবে। যানজটের আশঙ্কায় ৩ বছর বয়সী সন্তানকে নিয়ে আমি আগেই সাতক্ষীরায় গ্রামের বাড়িতে ফিরছি।’

এ সময় তার পিছনের সিটে বসা সাফিনা রুমি বলন, ‘যে দুর্ভোগ এড়াতে আগে আসলাম, সেই দুর্ভোগে পড়তেই হলো। পাটুরিয়ায় যানজটে দাঁড়িয়ে থেকে পার হয়ে এসে এই গরমে এখন দৌলতদিয়ায় আবারও যানজটে আটকে আছি। রোজা রেখে তীব্র গরমে কষ্টের মাত্রা কয়েকগুণ হয়েছে।’ 

রাজবাড়ী জেলার পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, ইতোমধ্যে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।  
 

সুকান্ত/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়