ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

পাটুরিয়ায় মধ্যরাতের পর বেড়েছে গাড়ির চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৯, ৩০ এপ্রিল ২০২২   আপডেট: ০৪:৫৩, ৩০ এপ্রিল ২০২২
পাটুরিয়ায় মধ্যরাতের পর বেড়েছে গাড়ির চাপ

ফাইল ফটো

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া অংশে মধ্যরাতের পর থেকে যানবাহন ও যাত্রীদের চাপ বেড়েছে। তবে ঘাট এলাকায় কোনো জট বা ভোগান্তি নেই। 

শনিবার (৩০ এপ্রিল) ভোর ৪ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

সালাম হোসেন বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় মধ্যরাতের পর দূরপাল্লার পরিবহন বাস, ব্যক্তিগত ছোট গাড়ি ও সাধারণ যাত্রীদের চাপ বেড়েছে। তবে ঘাট এলাকায় এসব যানবাহনের কোনো জট সৃষ্টি হয়নি। ৫ নাম্বার ঘাট এলাকায় তিনশোর মতো ছোট গাড়ি ও  জিরো পয়েন্ট থেকে ৫০ টির মতো দূরপাল্লার পরিবহন বাস এ নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ২১ টি ফেরি চলাচল করছে। লোড আনলোড স্বাভাবিক থাকায় যানবাহন ও সাধারণ যাত্রীরা স্বাভাবিকভাবে এ নৌপথ পারাপার হতে পারছেন। 

চন্দন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়