ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

পাটুরিয়ায় বেড়েছে ঘরমুখো মানুষের চাপ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১৮, ১ মে ২০২২  
পাটুরিয়ায় বেড়েছে ঘরমুখো মানুষের চাপ

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায়  ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।

রোববার (১ মে) রাত সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে। এসব ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়া পারাপার হচ্ছেন। পাটুরিয়া প্রান্ত থেকে ফেরিগুলো দৌলতদিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের নামিয়ে দিয়েই পাটুরিয়া প্রান্তে চলে আসছে। দৌলতদিয়া ঘাটে ফেরিগুলো বেশিক্ষণ সময় অপেক্ষা করছে না।

এছাড়া পাটুরিয়া ঘাট এলাকায় দূরপাল্লার পরিবহন বাস ও ছোট গাড়ির ভীড় থাকলেও পর্যাপ্ত ফেরি থাকায় স্বাভাবিক সময়ের মতো নৌরুট পার হতে পারছেন। তবে যাত্রী চাপ থাকায় যানবাহনের চেয়ে কয়েকটি ফেরিতে শুধু যাত্রী পারাপার করা হয়েছে।

এ নৌরুটে ২১ টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় ৫ টি ঘাটের ১০ টি পকেট লোড আনলোড স্বাভাবিক থাকায় যানবাহন ও যাত্রীদের ভোগান্তি নেই।

জাহিদুল হক চন্দন/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়