ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

বিশ্ব পরিবেশ দিবসে কালীগঞ্জে আলোচনা ও বৃক্ষ রোপন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ৫ জুন ২০২২  
বিশ্ব পরিবেশ দিবসে কালীগঞ্জে আলোচনা ও বৃক্ষ রোপন

‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিবসটি উপলক্ষে স্থানীয় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।

রোববার (০৫ জুন) সকালে বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ শাখার আয়োজনে উপজেলা শহীদ ময়েজউদ্দিন সড়কস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির কালীগঞ্জ শাখার সভাপতি আব্দুর রহমান আরমান। সাধারণ সম্পাদক রফিক সরকারের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সহ-সভাপতি আশরাফুল আলম আইয়ুব, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, জীব ও বৈচিত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমরান হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মাফুজা আফরিন মনি প্রমুখ। 

পরে কালীগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে সংগঠনের সদস্যরা ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন।

এদিকে, দিবসটি উপলক্ষে  কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের একটি নতুন সড়কের দুই পাশে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপন করে তারা। 

এ সময় ইউপি সদস্য মাহফুজুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাহরাম খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি হায়দার সুমনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও  ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।  

রফিক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়