ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ২০ লাখ মানুষ হওয়ার সম্ভাবনা’

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ১৬ জুন ২০২২  
‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ২০ লাখ মানুষ হওয়ার সম্ভাবনা’

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ২০ লাখ মানুষের সমাগম হবার সম্ভাবনা রয়েছে। তাই সমাবেশস্থলের রাস্তাঘাট সংস্কারসহ জনসভায় আগত লোকজনের জন্য পাঁচশ টয়লেট নির্মাণ করা হচ্ছে।’

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। কিন্তু সকল প্রতিকূলতা মোকাবিলা করে পদ্মা সেতু আজ প্রতিষ্ঠিত হয়েছে। আসছে ২৫ জুন যার উদ্বোধন হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সমাবেশ উপলক্ষে সকল প্রস্তুতি চলছে। যারা কাজ করছেন, তাদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আগত মানুষদের জন্য বোতলজাত পানির পাশাপাশি পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে।’

এসময় জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বেলাল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়