ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পদ্মা সেতু উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে হাসপাতালে ৩৫ ফ্যান

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ১৭ জুন ২০২২   আপডেট: ১০:৫৭, ১৭ জুন ২০২২
পদ্মা সেতু উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে হাসপাতালে ৩৫ ফ্যান

পদ্মা সেতু উদ্বোধনের শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৩৫টি বৈদ্যুতিক পাখা (সিলিং ফ্যান) দিলেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে এসব বৈদ্যুতিক পাখা জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, জেনারেল হাসপাতালে সহকারি পরিচালক খন্দকার সাদিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক জানান, পদ্মা সেতু উদ্বোধনের শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে হাসপাতালের রোগীদের জন্য এই বৈদ্যুতিক পাখা প্রদান করা হলো। এতে গরমে রোগীদের দুর্ভোগ লাঘব হবে।

উল্লেখ্য, আগামি ২৫ জুন দেশের সবচেয়ে বড় পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাওছার/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়