ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

পদ্মা সেতু উদ্বোধন: কক্সবাজারে আনন্দ শোভাযাত্রা 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২৫ জুন ২০২২  
পদ্মা সেতু উদ্বোধন: কক্সবাজারে আনন্দ শোভাযাত্রা 

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দে মেতেছে কক্সবাজারের জনসাধারণ। সেতুর উদ্বোধন উপলক্ষে বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ শোভাযাত্রা হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা পৃথক পৃথক র‍্যালি করে।

শনিবার (২৫ জুন) সকাল থেকে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন সম্বলিত ব্যানার হাতে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ দৌলত ময়দানে জড়ো হয়। এখানে পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠান ভার্চুয়ালি দেখার ব্যবস্থা করে জেলা প্রশাসন।

বর্ণাঢ্য র‍্যালি শেষে শহরের শহীদ দৌলত ময়দান পাবলিক লাইব্রেরির মাঠে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করছে কক্সবাজারের সর্বস্তরের জনগণ।

এসময় কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, কক্সবাজার পুলিশ সুপার হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম তারিকুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, জেলা আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা আবদুল হামিদ মিয়া, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এথিন রাখাইন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। 

তারেকুর রহমান/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়