ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতু উদ্বোধন: চট্টগ্রামে থানায় সেবা প্রত্যাশীদের মিষ্টিমুখ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২৫ জুন ২০২২  
পদ্মা সেতু উদ্বোধন: চট্টগ্রামে থানায় সেবা প্রত্যাশীদের মিষ্টিমুখ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম নগর পুলিশের প্রতিটি থানায় সেবা প্রত্যাশীদের আজ শনিবার (২৫ জুন) দিনব্যাপী মিষ্টিমুখ করিয়েছে পুলিশ। সকাল থেকে এই কার্যক্রম শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে।

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদের নির্দেশনায় মহানগর পুলিশ আনন্দঘন ব্যতিক্রমী এই আয়োজন করে। 

আরো পড়ুন:

পুলিশ কমিশনার জানান, বিশ্বের দরবারে বাংলাদেশের জন্য আত্মগৌরব ও অহংকারের প্রতীক পদ্মা সেতু। জাতির এই গৌরবময় প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নেওয়া হয় দিনব্যাপী নানা কার্যক্রম। এরই অংশ হিসেবে নগরবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। 

তিনি জানান, নগরীর সব থানায় আগত সেবাপ্রার্থীদের পাশাপাশি থানা এলাকায় বসবাসরত জনসাধারণের মধ্যে একযোগে এই কার্যক্রম চলে। 

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়