ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতু: ছোট গাড়ি পারাপার কমেছে পাটুরিয়ায়

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ২৬ জুন ২০২২   আপডেট: ১১:০৭, ২৬ জুন ২০২২
পদ্মা সেতু: ছোট গাড়ি পারাপার কমেছে পাটুরিয়ায়

পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট গাড়ির পারাপারের হার কমেছে। 

রোববার (২৬ জুন) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

তিনি বলেন, শুক্রবার (২৪ জুন) সকাল ৬টা থেকে শনিবার (২৫ জুন) সকাল ৬টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৬ হাজার ৯১৭টি যানবাহন পারাপার করা হয়। শনিবার (২৫ জুন)  সকাল ৬টা থেকে রোববার (২৬ জুন) সকাল ৬টা পর্যন্ত সাত হাজার ৬৫৮টি যানবাহন পারাপার করা হয়েছে। মাওয়া ঘাট বন্ধ থাকায় বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যা থেকে এ নৌরুটে বাড়তি যানবাহনের চাপ পড়ে। আজ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট আগের মতো স্বাভাবিক রয়েছে। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর এ নৌরুটে ছোট গাড়ি পারাপারের হার কমেছে। এখন এ নৌরুটে দেড়শো সাধারণ পণ্যবাহী ট্রাক ও ২০টির মতো বাস নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। এই নৌরুটে ২১টি ফেরি চলাচল করছে।

জাহিদুল হক/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়