ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পুকুরে ‘পদ্মা সেতু’

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২৭ জুন ২০২২   আপডেট: ১৩:৪১, ২৭ জুন ২০২২
পুকুরে ‘পদ্মা সেতু’

পটুয়াখালীর সার্কিট হাউজের পুকুরে নির্মাণ করা হয়েছে প্রতীকী ‘পদ্মা সেতু’

পদ্মা সেতুর আদলে পটুয়াখালী সার্কিট হাউজের পুকুরের ওপর নির্মাণ করা হয়েছে ‘প্রতীকী পদ্মা সেতু।’ যা দেখতে ইতোমধ্যে ভিড় করতে শুরু করেছেন উৎসুক জনতা। পটুয়াখালী পৌরসভার উদ্যোগে এ প্রতীকি সেতুটি চালু করা হয়েছে।

জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনকে স্বরনীয় করে রাখতে পটুয়াখালী জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শহরের সার্টিক হাউজ সংলগ্ন পুকুরের উপর নির্মাণ করা হয়েছে এই সেতুটি। যার দৈর্ঘ্য ৩০০ ফুট ও প্রস্থ ৫ ফুট। 

পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার বাসিন্দা শাহাদাত খান বলেন,‘পদ্মা সেতু উদ্বোধন হলেও আপাতত আমরা সেখানে যেতে পারছি না। তাই পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে প্রতীকী এই পদ্মা সেতুটি নির্মাণ করা হয়েছে। যা দেখতে আসলেই খুব সুন্দর। তাই আমি আমার দুই ছেলেকে নিয়ে এই সেতু দেখতে এসেছি। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য।’

কলেজ পড়ুয়া শিক্ষার্থী সুমাইয়া আমিন তিশা বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতু সত্যিই স্বপ্নের। পদ্মা সেতুর উদ্বোধন হলেও আমরা সেখানে যেতে পারিনি। তবে আমাদের শহরে প্রতীকী পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। সেটি দেখতেই এখানে আসা। প্রতীকী এ সেতুটি দেখে মনটা আনন্দে ভরে গেল।’ 

পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন,‘পটুয়াখালীর জন্য প্রধানমন্ত্রী সব কিছুই দিয়েছেন। পদ্মা সেতুর কারণে এই অঞ্চল পাল্টে যাবে। তাই শহরের সার্কিট হাউজ পুকুরে পদ্মা সেতুর আদলে নির্মাণ করা হয়েছে প্রতীকী পদ্মা সেতু যা দেখে শহরবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।’ 

পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ’পদ্মা সেতুর ফলে পটুয়াখালীসহ দক্ষিনাঞ্চলের মৎস্য, কৃষি ও পর্যটন শিল্পে আশু পরির্বতন ঘটবে। একই সঙ্গে মানুষের জীবন মানের ইতিবাচক পরিবর্তন চলে আসবে। পদ্মাসেতু দক্ষিণের মানুষের জন্য একটা আর্শিবাদ।’

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়