ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

সিলেটে দুর্ঘটনায় নিহত ৩ জনই ছিলেন শিক্ষার্থী

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ৪ জুলাই ২০২২  
সিলেটে দুর্ঘটনায় নিহত ৩ জনই ছিলেন শিক্ষার্থী

নিহত ৩ শিক্ষার্থী

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ জনই শিক্ষার্থী ছিলেন। নিহতদের মধ্যে রোববার (৩ জুলাই) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন, হাসপাতালে নেওয়ার পথে একজন, ঘটনাস্থলে একজন মারা যান।

রোববার (৩ জুলাই) বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের চিকণাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩ নম্বর গেটের সামনের এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আজিম (১৯) নামের একজন মারা যান। তিনি মহানগরের শাহপরান থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মহরির ছেলে।

দুর্ঘটনার পর আহত অবস্থায় উদ্ধার হওয়া ফাহিম আহমদ অমি নামের আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অমি সিলেট মহানগরের সুবেদুর রহমান মুন্নার ছেলে ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

অপর আহত জসিম আহমদ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন। তিনি শাহপরান থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের পুরান বাড়ির বাসিন্দা। তিনজনই সহপাঠী ছিলেন এবং মোটরসাইকেল আরোহী ছিলেন।

জৈন্তাপুর মডেল থানা উপ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র রায় বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।

/নূর/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়