ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২৩ আগস্ট ২০২২  
পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল গ্রেপ্তার

সিরাজগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ই-পাসপোর্টের আবেদন ফরমসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ আগষ্ট) সকালে নজরুল ইসলাম (৪৮) নামে ওই দালালকে গ্রেপ্তার করে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত নজরুল পৌর এলাকার দিয়ারধানগড়া গ্রামের নুর হোসেনের ছেলে।

ওসি হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালানো হয়। এ সময় দালাল চক্রের সদস্য নজরুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ই-পাসপোর্টের আবেদন ফরমসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত নজরুল ইসলামকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

অদিত্য/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়