ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ফেনীতে ৫ গ্রাম প্লাবিত

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১২:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০২২
ফেনীতে ৫ গ্রাম প্লাবিত

ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। একই সঙ্গে উত্তর ও দক্ষিণ দৌলতপুরের ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী বাজার অংশ প্লাবিত হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভারি বৃষ্টিপাতের কারণে ভারত থেকে নেমে আসা উজানের পানিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, মুহুরী নদীর পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক ফুট পরিমাণ পানি উঠেছে। ফুলগাজী ব্রিজের উত্তর পাশ্বে দারুল উলুম মাদরাসার উপর দিয়ে ফেনী-পরশুরাম সড়ক পানিতে থইথই করছে।

মহিলা কলেজ রোডের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ড্রেনের মুখ খোলা থাকায় মুহুরী নদীর পানির সাথে বাজারের ময়লা-আবর্জনাও ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। প্রতিবছর এভাবে বন্যার পানি এসে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে।’

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী আক্তার হোসেন বলেন, ‘উত্তর ও দক্ষিণ দৌলতপুরে মুহুরী নদীর দুটি বাঁধ ভেঙে গেছে।’

সৌরভ/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়