ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পটুয়াখালীতে ‘কালনাগিনী’ উদ্ধার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২১ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২১:১৯, ২২ সেপ্টেম্বর ২০২২
পটুয়াখালীতে ‘কালনাগিনী’ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। সাপটির দৈর্ঘ্য দেড় ফুট।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রাণিকল্যাণ উন্নয়ন কেন্দ্রে সাপটিকে চিকিৎসা প্রদানের জন্য নিয়ে যাওয়া হয়।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সংগঠনের সদস্যরা জানান, লাল কালো ফোটা ফোটা বর্ণের সাপটি আদমপুর গ্রামের আল মনজির নামের এক ব্যক্তির বসতবাড়ির নেট জালে আটকা পড়ে। খবর পেয়ে আমাদের তিন সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, ‘সচরাচর এই সাপ দেখা যায় না। এ সাপের প্রধান খাবার পোকামাকড়। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সাপটি ফাতরার বনে অবমুক্ত করা হবে।’

কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক বলেন, ‘বর্তমানে সাপটির চিকিৎসা চলছে। সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।’

ইমরান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়