ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

দুই আনসার সদস্যের মারধরে হাসপাতালে যুবক

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ২১ সেপ্টেম্বর ২০২২  
দুই আনসার সদস্যের মারধরে হাসপাতালে যুবক

হাসপাতালে চিকিৎসাধীন আহসান হাবিব

নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সেবা নিতে আসা আহসান হাবিব (২২) নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আহসান হাবিব উপজেলার কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. এনায়েত উল্যার ছেলে।

আহসান হাবিব অভিযোগ করে বলেন, ‘ছোট ভাইয়ের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য দুপুরে উপজেলা কার্যালয়ে গিয়ে লাইনে দাঁড়াই। এসময় আমার এক বন্ধু মোবাইলে ভিডিও কল দিলে রিসিভ করে কথা বলা শুরু করি। তখন ইউনুস নামের এক আনসার সদস্য মুঠোফোনে ভিডিও করার অভিযোগে আমার মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘আনসার সদস্যকে বলি, আমি ভিডিও করিনি, ভিডিও কলে কথা বলছিলাম। কথা-কাটাকাটির একপর্যায়ে রনি নামের আরেক আনসার সদস্য লাঠি দিয়ে আমার চোখে আঘাত করে মারধর শুরু করে। পরে ইউএনও দুই আনসার সদস্যকে গালমন্দ করে আমাকে তার গাড়িতে করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।’

এ বিষয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা সুলতানা বলেন, ‘দুই আনসার সদস্যকে আর ইউএনও কার্যালয়ে রাখা হবে না। তাদের জেলায় পাঠিয়ে দেওয়া হবে। আহত যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

সুজন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়