ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

কালীগঞ্জে জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভা 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১২ ডিসেম্বর ২০২২  
কালীগঞ্জে জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভা 

‘জয়িতা অন্বষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতাতায় গাজীপুরের কালীগঞ্জে জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায উপজেলা মহিলা বিষয়ক অফিস ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান।

আরো পড়ুন:

জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, সম্পা নন্দী প্রমুখ।

পরে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সম্পা নন্দীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মানে ভূষিত করা হয়। এ সময় তার হাতে ক্রেস্ট ও  সম্মাননাপত্র তুলে দেন অতিথিরা।

রফিক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়