ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

কুষ্টিয়ায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ২৬ জানুয়ারি ২০২৩   আপডেট: ২১:১৬, ২৬ জানুয়ারি ২০২৩
কুষ্টিয়ায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়া শহরের মোস্তাফিজুর রহমান কর্নেল (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- পারভেজ হোসাইন ওরফে সৌরভ (৩২), খন্দকার মিহিরুজ্জামান মিহির (৩০) এবং সাজ্জাদুল বারী ওরফে সবুজ (৩১)।

আদালত সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ২০১২ সালের ২৬ জানুয়ারি রাতে কুষ্টিয়া শহরের কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মণ্ডল ফিলিং স্টেশনের উত্তর পাশে মাঠে মোস্তাফিজুর রহমান কর্নেলকে কুপিয়ে হত্যা করেন আসামিরা।

এ ঘটনায় নিহতের ভাই আসাদুর রহমান বাবু বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশের হাতে গ্রেপ্তারের পর তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১২ সালের ২৯ জুন তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী রাইজিংবিডিকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাঞ্চন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়