ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ৬ মার্চ ২০২৩   আপডেট: ১৩:৪৮, ৬ মার্চ ২০২৩
অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরফলে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়ালো।  

রোববার (৫ মার্চ) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ব্যক্তির নাম প্রবেশ লাল শর্মা (৫৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আহত ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে প্রবেশ লাল শর্মা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রোববার রাত ১০টার দিকে তিনি মারা যান। এর আগে বিস্ফোরণের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। 

সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে মারা যাওয়ারা হলেন- সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী জাহানাবাদ এলাকার শামছুল আলম (৫৬), ভাটিয়ারী বিএমএ গেট এলাকার মো. ফরিদ (৩৬), নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার ছোট মনগড়া এলাকার রতন লকরেট (৪৫), নোয়াখালী জেলার মাইজদী থানার অলিপুর এলাকার আবদুল কাদের (৫৮), লক্ষ্মীপুর জেলার কমল নগর থানার চর লরেন্স এলাকার মো. সালাহ উদ্দিন (৩০) ও ময়মনসিংহ জেলার সেলিম রিচিল। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে শামছুল আলম ও সালাহউদ্দিন কারখানার ওই কারখানার কর্মী নন। 

এদিকে, ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসন ৭ সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করছে। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়