ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

কেএনএফের সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক গুলিবিদ্ধ, নিখোঁজ ৪

বান্দরবান সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ১১ মার্চ ২০২৩   আপডেট: ২২:৩০, ১১ মার্চ ২০২৩
কেএনএফের সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক গুলিবিদ্ধ, নিখোঁজ ৪

ফাইল ফটো

বান্দরবানের থানচিতে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের গুলিতে মো. জালাল (৩০) ও মো. ফোরকান (২৯) নামের দুই শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় অপর ৪ শ্রমিকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১১ মার্চ) বিকেলে উপজেলার লিক্রে সড়কের ২২ কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ ৪ শ্রমিককে উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় শ্রমিক নিয়ে সড়ক নির্মাণের জন্য ইট বহনকারী দুটি ট্রাক থানচির দিকে ফেরার সময় বিকেল ৩টায় লিক্রে সড়কের ২০ থেকে ২২ কিলোমিটার মাঝামাঝি থামলক পাড়ায় পৌঁছালে শ্রমিকদের লক্ষ্য করে ১০ থেকে ১৫ জন সশস্ত্র কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এতে শ্রমিক জালাল গুলিবিদ্ধ ও ফোরকান পালাতে গিয়ে আহত হন। চারজন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। আহত দুইজন শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চাইমং/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়