গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রাঙামাটির কাপ্তাই উপজেলায় উয়েইংচিং মারমা (৩৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া উয়েইংচিং একই গ্রামের সাগ্যউ মারমার স্ত্রী ছিলেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম জানান, মারা যাওয়া নারী ১০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবার বিভিন্নস্থানে তার চিকিৎসা করিয়েছেন বলে জানা গেছে। গতকাল সন্ধ্যায় ঘরের মধ্যে রশিতে ঝুলন্ত অবস্থায় মায়ের লাশ দেখতে পান মারা যাওয়া গৃহবধূর ছেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, মারা যাওয়া গৃহবধূর পরিবার থেকে কেউ অভিযোগ করেনি। আমরা ওই নারীর লাশ পরিবারকে বুঝিয়ে দিয়েছি।
বিজয়/ মাসুদ
আরো পড়ুন