ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

উপকূলে ভেসে আসা ট্রলার থেকে ১০ লাশ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ২৩ এপ্রিল ২০২৩   আপডেট: ১৬:৪৩, ২৩ এপ্রিল ২০২৩
উপকূলে ভেসে আসা ট্রলার থেকে ১০ লাশ উদ্ধার 

কক্সবাজারের বঙ্গপসাগরে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০ জন মানুষের লাশ উদ্ধার করেছে প্রশাসন।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে লাশগুলো উদ্ধার করা হয়।  

এর আগে একই দিন ট্রলারটি বঙ্গপসাগরের নাজিরারটেক চ্যানেলের অদূরে সাগরে ভাসতে দেখতে পান স্থানীয় লোকজন।

আরো পড়ুন:

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল আজাদ বলেন, সমুদ্রে জোয়ারের সময় লোকজন আধা ডোবা ট্রলারটি দেখতে পান। পরে জোয়ারের পানি নেমে গেলে অর্থাৎ ভাটা হলে প্রশাসনের লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ আমরা ঘটনাস্থলে আসি।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, লাশগুলো প্রায় গলে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে।

তিনি আরও জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। আমাদের টিম সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ট্রলারের ভেতরে থাকা লাশ পচে গেছে। ধারণা করা হচ্ছে ১০/১২ দিন আগে নৌকায় হামলা চালায় ডাকাতরা।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল হুদা বলেন, আমাদের কাছে খবর আসে ট্রলার ভাসছে। ওখানে লাশ আছে। আমরা গিয়ে ভাসমান ট্রলারটিতে লাশ দেখতে পাই। পরে যখন সমুদ্রে ভাটা আসে তখন ফায়ার সার্ভিসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে ট্রলারটিতে থাকা বরফ রাখার কল ভেঙে দেখি রশি দিয়ে বাঁধা ও জাল দিয়ে মোড়ানো ১০টি লাশ পড়ে আছে। পরে সেগুলো উদ্ধার করা হয়। লাশগুলো শানাক্তকরণসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তারেকুর/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়