ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৩২ ট্রলারে যাতায়াত ফ্রি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১৬ মে ২০২৩   আপডেট: ১৮:৩৩, ১৬ মে ২০২৩
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৩২ ট্রলারে যাতায়াত ফ্রি

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে সেন্টমার্টিন দ্বীপের যেসব বাসিন্দারা কক্সবাজারের টেকনাফে আশ্রয় নিয়েছিলেন তাদের বাড়ি ফেরার জন্য ট্রলারে যাতায়াত ফ্রি করে দিয়েছে সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতি।  

মঙ্গলবার (১৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ।

আরো পড়ুন:

রশিদ আহমেদ বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে রক্ষা পেতে সেন্টমার্টিন দ্বীপের অনেক বাসিন্দা টেকনাফসহ বিভিন্ন এলাকায় চলে যান। তারা এখন নিজ বাড়িতে ফিরতে চাচ্ছেন। এসব বাসিন্দাদের বসত বাড়িতে ফিরিয়ে আনতে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে ট্রলার ভাড়া ফ্রি করা হয়েছে। এর ফলে বিনা খরচে এখন বাসিন্দারা দ্বীপে ফিরতে পারবেন।

তিনি আরও বলেন, আমাদের সমিতিতে ৩২টি ট্রলার রয়েছে। মোখায় ক্ষতিগ্রস্ত দ্বীপবাসীদের সহয়তা করতে যারা সেন্টমার্টিন যাবেন তাদের জন্যও যাত্রীবাহী সার্ভিস বোটের ভাড়া ফ্রি করা হয়েছে।

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়