ঢাকা     শুক্রবার   ০৪ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৯ ১৪৩১

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের হামলায় রোহিঙ্গা কিশোর নিহত

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ৫ জুন ২০২৩   আপডেট: ১৩:৫৮, ৫ জুন ২০২৩
উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের হামলায় রোহিঙ্গা কিশোর নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় বশির আহমদ (১৯) নামে এক কিশোর নিহত হয়েছে। 

সোমবার (৫ জুন) দুপুরে ৬ নম্বর ক্যাম্পের ব্লক-এ/৪-এ দুর্বৃত্তরা এই হামলা চালায়। বশির ওই ক্যাম্পের ব্লক-সি/৯ এর বাসিন্দা রহমত উল্লাহর ছেলে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা বশির আহমদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তারেকুর/টিপু

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়