ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এখনো খোঁজ মেলেনি গড়াই নদীতে নিখোঁজ শুভর

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ৫ আগস্ট ২০২৩   আপডেট: ১৬:৫৭, ৫ আগস্ট ২০২৩
এখনো খোঁজ মেলেনি গড়াই নদীতে নিখোঁজ শুভর

বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রম‌ণের সময় নাচানাচি করার এক পর্যায়ে কুষ্টিয়ার গড়াই নদীতে পড়ে নিখোঁজ হওয়া শুভকে (১৮) এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল নদীতে অভিযান চালাচ্ছে।

শনিবার (৫ আগস্ট) দুপুরে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম এতথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

এর আগে, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ পার্ক সংলগ্ন গড়াই নদীতে ওই যুবক নিখোঁজ হন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদীতে নৌকা ভ্রমণে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকেল ৫টার দিকে নৌকার ওপর নাচানাচি করছিলেন তারা। এসময় শুভসহ তার ছয়জন বন্ধু নদীতে পড়ে যান।সবাই উঠে আসলেও নিখোঁজ ছিলেন শুভ। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। রাতে উদ্ধার অভিযান বন্ধ হয়। আজ শনিবার সকাল থেকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক জানে আলম বলেন, বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পড়ে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এখন ফায়ার সার্ভিসের কর্মী ও খুলনা থেকে আসা ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

কাঞ্চন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়