ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

বঙ্গবন্ধু রেল সেতুর পণ্য নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ১৪ আগস্ট ২০২৩   আপডেট: ১৫:৫৩, ১৪ আগস্ট ২০২৩
বঙ্গবন্ধু রেল সেতুর পণ্য নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

যমুনা নদীর উপর নির্মানাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ১৯৪ প্যাকেজ মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে কোরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি  হুয়াইয়ন হোপ‘। 

সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় জাহাজটি বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে।

এর আগে ২ আগস্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দ্যেশে ছেড়ে আসে জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, এই নিয়ে ৬ষ্ঠ বারের মতো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে ভিড়লো।জাহাজটিতে সেতুর জন্য ১৯৪ প্যাকেজ মালামাল রয়েছে।এসব প্যাকেজে সেতুর মূল অবকাঠামোর ১ হাজার ৭ শত মেট্রিকটন মালামাল রয়েছে।জাহাজ থেকে মালামাল খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে।

শহিদুল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়