সাংবাদিক নাদিম হত্যার আসামি বকশীগঞ্জ তাঁতী লীগের সভাপতি
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সহিদুর রহমান লিপন
জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আসামি সহিদুর রহমান লিপনকে বকশীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) জামালপুর জেলা তাঁতী লীগের আহ্বায়ক জাকির হোসেন রুকু এবং সদস্য সচিব আরমান হোসেন সাগরের যৌথ সইয়ে ৭১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়।
নাদিম হত্যা মামলার ১১ নম্বর আসামি সহিদুর রহমান লিপন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে সহিদুর রহমান লিপনের সংশ্লিষ্টতা জোড়ালোভাবে প্রকাশিত হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মামলার আগের দিন ১৭ জুন বকশীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতির পদ থেকে তাঁকে সাময়িক অব্যাহতি দিয়েছিল জেলা তাঁতী লীগ।
এ বিষয়ে সহিদুর রহমান লিপন বলেন, আমাকে সভাপতি করে দুই মাস আগেই কমিটি জমা দেওয়া ছিল। সোমবার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ওই মামলায় আমাকে ষড়যন্ত্র করে আসামি করা হয়েছে। ঘটনাস্থলে আমি ছিলাম না। এ মামলায় আমি বর্তমানে ছয় সপ্তাহের জামিনে আছি।
এ বিষয়ে বক্তব্য জানতে জামালপুর জেলা তাঁতী লীগের সভাপতি জাকির হোসেন রুকুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
সেলিম/ মাসুদ