ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

হরতালে ফাঁকা ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কুমিল্লা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ২৯ অক্টোবর ২০২৩  
হরতালে ফাঁকা ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সারা দেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রোববার (২৯ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চোখে পড়েনি। মাঝে মধ্যে দুয়েকটি বাস চলতে দেখা গেছে। তবে দুপুরের পর থেকে রিকশা, অটোরিকশাসহ অন্যান্য গণপরিবহন চলাচল করতে শুরু করে।

সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘুরে দেখা যায়, সকাল থেকে মহাসড়ক একেবারে ফাঁকা। এর মধ্যে বিভিন্ন পয়েন্টে পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান রয়েছে। সকালে হরতাল সমর্থনে মিছিল করলে সেখান থেকে কয়েকজন বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়।

মহাসড়কের কুমিল্লার কালাকচুয়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সর্মথনকারীরা। সদর দক্ষিণ থানা সড়কে অবস্থান নেয় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুরের পর দাউদকান্দি উপজেলা সড়কে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।

আরো পড়ুন:

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, সকাল থেকে মহাসড়ক ফাঁকা ছিল। দুপুরের পর থেকে যানবাহন বাড়তে থাকে। মহাসড়কে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  
 

রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়