ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

বরিশালে বিএনপির মিছিল থেকে আটক ৫

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ৫ জানুয়ারি ২০২৪  
বরিশালে বিএনপির মিছিল থেকে আটক ৫

বরিশালে মহানগর বিএনপির উদ্যোগে হরতালের সমর্থনে মিছিল।

নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বরিশালে আয়োজন করা ঝটিকা মিছিল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে নগরীর বগুড়া রোডে মহানগর বিএনপির উদ্যোগে বের হওয়া মিছিল থেকে তাদের আটক করা হয়। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও ৬-৭ জানুয়ারির হরতাল সফল করার আহ্বান জানিয়ে মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে একটি মিছিল নগরীর বগুড়া রোডের কাজী অফিস এলাকা থেকে শুরু হয়ে খামারবাড়ির সামনে গিয়ে শেষ হয়। তবে মিছিলের শেষ মুহূর্তে পুলিশ ধাওয়া দিয়ে তকদিরুল ইসলাম তন্ময় (২৩) ও আনিসুর রহমান নয়ন (৪৫) নামে দু’জনকে আটক করে। এদিকে মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবিরের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়।

আরো পড়ুন:

এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে নগরীর বৈদ্যপাড়া এলাকায় ঝটিকা মিছিল বের করার সময় জুম্মান (৩৭), নুরুন্নবী (৪৫) ও সোহেল হাওলাদার (৩৫) নামের তিন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, আটককৃতরা সবাই পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের হওয়া কোতোয়ালি মডেল থানার মামলার আসামি।

আরিফুর/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়