ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ৫ জানুয়ারি ২০২৪  
সিরাজগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিল

আসন্ন ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে সিরাজগঞ্জে মশাল মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক শহরের মিরপুর ওয়াপদা বাঁধ থেকে বনবাড়ীয়া পর্যন্ত মশাল মিছিল করা হয়েছে।
মিছিলে ডামি নির্বাচন বর্জনসহ হরতালের সমর্থনে নানা ধরনের স্লোগান দেওয়া হয়।

আরো পড়ুন:

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে মিছিলে জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি শামীম খান, সাংগঠনিক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক তানভীর আহমেদ পলাশ, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আলম, সদর থানা বিএনপির সভাপতি রফিক সরকার, যুবদলের সভাপতি মির্জা বাবু, সহ-সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মোরাদ্দুজামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু,  ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় তিন হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এছাড়াও বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারসহ কয়েকটি জায়গায় মশাল মিছিল করা হয়েছে।  

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ৭ জানুয়ারি ডামি নির্বাচনে ভোটকেন্দ্রে না যাবার জন্য সর্বস্তরের ভোটারদের আহ্বান জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, গণতন্ত্রকে রক্ষা, অর্থনীতিকে রক্ষা ও খালেদা জিয়াকে রক্ষাসহ ভোটাধিকার রক্ষার জন্য আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচন আপনারা বর্জন করুন।

অদিত্য/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়