ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

সিরাজগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ৫ জানুয়ারি ২০২৪  
সিরাজগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিল

আসন্ন ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে সিরাজগঞ্জে মশাল মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক শহরের মিরপুর ওয়াপদা বাঁধ থেকে বনবাড়ীয়া পর্যন্ত মশাল মিছিল করা হয়েছে।
মিছিলে ডামি নির্বাচন বর্জনসহ হরতালের সমর্থনে নানা ধরনের স্লোগান দেওয়া হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে মিছিলে জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি শামীম খান, সাংগঠনিক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক তানভীর আহমেদ পলাশ, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আলম, সদর থানা বিএনপির সভাপতি রফিক সরকার, যুবদলের সভাপতি মির্জা বাবু, সহ-সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মোরাদ্দুজামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু,  ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় তিন হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরো পড়ুন:

এছাড়াও বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারসহ কয়েকটি জায়গায় মশাল মিছিল করা হয়েছে।  

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ৭ জানুয়ারি ডামি নির্বাচনে ভোটকেন্দ্রে না যাবার জন্য সর্বস্তরের ভোটারদের আহ্বান জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, গণতন্ত্রকে রক্ষা, অর্থনীতিকে রক্ষা ও খালেদা জিয়াকে রক্ষাসহ ভোটাধিকার রক্ষার জন্য আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচন আপনারা বর্জন করুন।

অদিত্য/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়