ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

মুন্সীগঞ্জে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্যসহ ছিনতাইকারী বাবু মিজি আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ২২ এপ্রিল ২০২৫  
মুন্সীগঞ্জে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্যসহ ছিনতাইকারী বাবু মিজি আটক

জব্দকৃত অস্ত্রসহ ছিনতাইকারী বাবু মিজি

মুন্সীগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রিজের ঢাল থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বিশেষ অভিযানে তাকে আটক করে সদর থানা পুলিশ। 

এসময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি, চারটি হাত বোমা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বিএনপি নেতা মনির মিজির ছেলে। তিনি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। 

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। 

তিনি জানান, গতকাল রাত আনুমানিক ১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাঁচঘড়িয়া কান্দি এলাকায় ব্রিজের ঢাল থেকে বাবু মিজিকে আটক করে। এসময় তার সাথে থাকা অপর দুইজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বাবু মিজির দেহ তল্লাশী করে তার কাছ থেকে একটি ছরি, চারটি হাত বোমা, ও দুইটি মোবাইল জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “আটককৃত বাবু মিজি অধিকাংশ সময় শহরের বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত অটো-মিশুক ও সাধারণ মানুষকে আটক করে অস্ত্রের মুখে ছিনতাই করে বেড়াত। গোপসন সংবাদের ভিত্তিতে তাকে অস্ত্রসহ আটক করা হয়ছে।”

তিনি আরো বলেন, “মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে সদর থানায় ছিনতাই, অস্ত্র ও বিস্ফোরক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার সহযোগী ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।”

ঢাকা/রতন/এস

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়