ঢাকা     মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৬ ১৪৩১

রাজশাহীতে বাস-ট্রাক ভাঙচুর, দুই জনকে পুলিশে সোপর্দ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৮ নভেম্বর ২০২৩  
রাজশাহীতে বাস-ট্রাক ভাঙচুর, দুই জনকে পুলিশে সোপর্দ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে একটি বাস ও দুটি ট্রাক ভাঙচুর করেছে অবরোধকারীরা। এ সময় স্থানীয় লোকজন দুই জনকে ধরে পুলিশে সোপর্দ করেন। বুধবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় ঘটনাটি ঘটে।

আটক দুজনের নাম বাঁধন ও মুকুট। তাদের বাড়ি নাটোরে। তারা ছাত্রদলের কর্মী বলে পুলিশকে জানিয়েছেন। বাস ও ট্রাক ভাঙচুরের কারণে স্থানীয়রা তাদের একটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। কয়েকটি মোটরসাইকেলে চড়ে ৮০-১০ জন ছাত্রদল কর্মী নাটোর থেকে রাজশাহী এসেছিলেন। ভাঙচুর করা মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবপুর বাজারে অবরোধকারীরা রাজশাহী-রংপুর রুটে চলাচালকারী একটি বাস ভাঙচুর করতে শুরু করে। তখন বাসের ভেতরে থাকা প্রায় অর্ধশত যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। নারী ও শিশুরা কান্নাকাটি শুরু করেন। বাসের ভাঙা কাঁচে এক বৃদ্ধসহ দুজন আহতও হন। অবরোধকারীদের অন্য আরেকটি দল দুটি ট্রাক ভাঙচুর করে। এ সময় স্থানীয় লোকজন দুই জনকে ধরে পুলিশে দেন। অন্যরা তখন দ্রুতই পালিয়ে যান।

আরো পড়ুন:

পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা ছাত্রদলের কর্মী বলে জানিয়েছেন। বাস-ট্রাক ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেয়া/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়