‘মিধিলি’: পটুয়াখালীতে বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মিধিলির প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে পটুয়াখালীতে গতকাল বৃহস্পতিবার থেকে টানা মাঝির থেকে ভারী বর্ষণ হচ্ছে। আজ শুক্রবার সকাল থেকেই মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। গতকাল জেলায় সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ৮৭.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
পড়ুন: ঘূর্ণিঝড় মিধিলি: বন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত
এদিকে, জেলার তাপমাত্রা অনেকটা কমেছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ২২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃষ্টি এবং শীতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। বন্ধ রয়েছে শহরের বেশিরভাগ দোকাপাট। শহরে মানুষের আনাগোনায় কম রয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
পটুয়াখালী লঞ্চঘাট এলাকার রিকশাচালক মারুফ বলেন, সকাল থেকে লঞ্চঘাট এলাকায় রিকশা নিয়ে বসে আছি। যাত্রী না থাকার কারণে বসে বসে অলস সময় পার করছি।
কলাপাড়া লঞ্চঘাট এলাকার শ্রমিক ইয়াসিন বলেন, আমরা ২৫/৩০ জন শ্রমিক এখানে কাজ করি। সকাল থেকে অনেকেই কাজে আসে নাই। আমরা ৫/৬ জন এসেছি। কিন্তু বৃষ্টির কারণে কাজ বন্ধ রেখেছি। কারণ বৃষ্টির সঙ্গে শীতও আছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ঘূর্ণিঝড় মিধিলি পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া এবং বাতাসের তীব্রতা বাড়তে পারে।
/মো.ইমরান/এসবি/
- ২ বছর আগে সাগরে ডুবে যাওয়া ট্রলারের ৭ জেলে ফিরলেন তীরে, এখনো নিখোঁজ ২৫
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: দুবলার চরের শুটকিপল্লিতে ৮৫ লাখ টাকার ক্ষতি
- ২ বছর আগে হেলে পড়া গাছ অপসারণ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু
- ২ বছর আগে কুমিল্লায় ঘূর্ণিঝড়ের সময় গাছ পড়ে নারীসহ নিহত ২
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: বাগেরহাটে ১৫ হাজার হেক্টর ফসলের ক্ষতি
- ২ বছর আগে সুন্দরবনে নিরাপদ আশ্রয়ে ছিলেন সেই ২৬০ জেলে
- ২ বছর আগে সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়া ১৮ জেলে উদ্ধার
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: এখনো বিদ্যুৎহীন সরাইলের ৮ ইউনিয়ন
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: শিশুসহ ৭ জনের মৃত্যু
- ২ বছর আগে মিধিলির তাণ্ডব, ফেনীতে বিদ্যুৎহীন বহু মানুষ
- ২ বছর আগে মেঘনার অস্বাভাবিক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: ফেনীতে আমন ধানের ক্ষতির শঙ্কায় কৃষক
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রামে শিশুসহ নিহত ২
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: কুমিল্লায় বিদ্যুৎ লাইনের ক্ষতি
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: বরগুনায় ২০৫ বসতঘর ক্ষতিগ্রস্ত